দিনাজপুর জেলা প্রতিনিধি
সোমবার সকাল ৯টায় দিনাজপুর জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নানা আয়োজন ও দিনাজপুর বড়মাঠ ময়লা আবর্জনা পরিষ্কার শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা এই বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকল কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আতাউর রহমান সরকারের সভাপত্বিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. মোশফেকুর রহমান।
সম্মানিত অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম ও জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন লায়লা চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ডা. ডিসি রায় ও জেলা সনাকের সাবেক সভাপতি মো. জলিল আহম্মেদ। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন মৃত্তিকা সেন ও শাহরিয়ার নাঈম।
উক্ত অনুষ্ঠানে দিনাজপুরের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরাসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সহযোগিতায় ছিল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটি।
Tags
দিনাজপুর