নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে অফিস রোডে অবস্থিত মান সম্মত রুচিশীল আধুনিক উন্নত মানের পানসী রেস্তোরাঁর ৮ বছর পূর্তি উপলক্ষ্যে গত শুক্রবার রাতে রেস্তোরাঁয় মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠিত হয়েছে। পানসী রেস্তোরাঁর কর্ণধার ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল হাসান রুবেল এর সার্বিক তত্বাবধানে এ মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম, উপজেলা কৃষক দলের সভাপতি হাজী মোঃ ছাদেকুর রহমান, সিলভান (বস্ত্র বিতানের) কর্ণধার আল আমিন, ইনফার (বস্ত্র বিতানের) কর্ণধার মোঃ বিল্লাল হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল, ব্ল্যাক ভেরির কর্ণধার মোঃ মাঈন উদ্দিন, পানসী রেস্তোরাঁর জেনারেল ম্যানেজার মোহাম্মদ রানা , হিসাব রক্ষক নজরুল ইসলাম বাবু প্রমূখ।
পানসী রেস্তোরাঁর ৮ বছর পূর্তি উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন বুড়িচং উপজেলা পরিষদের মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোঃ আবু মুছা।
এসময় বুড়িচং বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।