Daily News BD Online

ব্রাহ্মণপাড়ায় নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন



ব্রাহ্মণপাড়া  (কুমিল্লা)  প্রতিনিধি

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল  সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষা অফিসার মাসুদ ইবনে হোসাইন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ রানা, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল ইসলাম, ইদ্রিস মিয়া মাস্টার, নাগাইশ বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান আকন্দ,উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা নিলুফার ইয়াসমিন,প্রভাষক গোলাম মোস্তফা আওলাদ হোসেন মাস্টারসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য রেলি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে এক আলোচনায় সভা শুরু হয়।
সৌরভ মাহমুদ হারুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন