খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর জেলা প্রতিনিধি :
জেলা শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. এম শামীম আলম সরকার বাবু (৫৫) কে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি পরিদর্শক মো. মতিউর রহমান আজ বৃহস্পতিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলায় গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় গুরুতর আহত শহরের বালুয়া ডাঙ্গা মহল্লার রবিউল ইসলামের দায়েরকৃত মামলার পলাতক আসামী শামীম আলম সরকার কে, আজ দুপুর ১২ টায় শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ডে তার বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
তাকে দুপুর আড়াইটায় দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
জেলা পুলিশ কোর্ট পরিদর্শক মো. মাহমুদুল আলম জানান, শামীম আলমের পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করেন। বিচারক তার জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।
Tags
দিনাজপুর