রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘায় স্ত্রী নির্যাতনের দায়ে জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ ডিসেম্বর) তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, আড়ানী বেড়েরবাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে জুয়েল আহম্মেদের সঙ্গে প্রায় ১৯ বছর আগে একই গ্রামের মৃত আব্দুল মোতালেবের মেয়ে ইলার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর ইলার গর্ভে তিনটি পুত্র সন্তান হয়।
বিয়ের পর থেকেই জুয়েল ও তার পরিবারের লোকজন ইলাকে যৌতুকের দায়ে প্রতিনিয়তই নির্যাতন করত। তারা আরো জানায়, জুয়েল আরো দুটি বিয়ে করেন। এ ছাড়া চাচাতো ভাবি ধর্ষণ মামলার আসামি তিনি। জুয়েলের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করলে তাকে দফায় দফায় মারধর করে বাড়ি থেকে বের করে দিতেন জুয়েল।
বাড়ির জমি ও বাড়ি ইলা বেগমের হলেও প্রায় দুই মাস থেকে প্রাণের ভয়ে তিনি বাড়িতে থাকতে পারছেন না। বাড়িতে গেলে মারধরসহ নানা ধরনের অত্যাচার করেন জুয়েল। এমনকি স্থানীয়দের দিয়ে ইলা বেগম ও তার বোন শিলাকে কয়েক দফা মারধর করেন তিনি।
এ ঘটনায় জুয়েলের ভাই পিঙ্কু (৪০), ফারুকসহ (৫০) ছয়জনকে আসামি করে বাঘা থানায় একটি মামলা করেন ইলা। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, স্ত্রী ও সন্তানদের ওপর নির্যাতনকারী জুয়েলকে গ্রেপ্তার করে হাজতে পাঠানো হয়েছে।