গোলাম রব্বানী-টিটু:(শেরপুর)প্রতিনিধি :
সোমবার শেরপুর জেলার ঝিনাইগাতী, শ্রীবরদী, নালিতাবাড়ি , নকলা ও শেরপুর সদর উপজেলায় ”নারী-কন্যার সূরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্য নিয়ে যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে সকালে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান তালুকদারের সঞ্চালনায় মহীয়ষী নারী বেগম রোকেয়ার কর্মময় জীবন ও তার সফলতা নিয়ে আলোচনা শুরু হয় । এতে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, বীর মুক্তিযোদ্ধা সুরুজজামান আকন্দ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, ইউপি চেয়াম্যান আতাউর রহমান, রুকনুজ্জামান, প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকি,শিক্ষক রুস্তম আলী, সাংবাদিক গোলাম রব্বানী-টিটু, জাহিদুল হক মনির ও জয়িতা লতা লংকা সহ আরো অনেকেই । পরে উপজেলায় নির্বাচিত নারীদের শিক্ষা, সফলতা সহ বিভিন্ন ক্যাটাগরিতে ৫জন জয়িতাকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয় । এর আগে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ”দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা” গড়বো আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য সামনে নিয়ে উপজেলার সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । পরে উপজেলার হল রুমে দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল দূর্নীতি প্রতিরোধের উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন । দিবসগুলো একই সাথে পালন করার ফলে উপরের উল্লেখিত বক্তারাও দূর্নীতি প্রতিরোধে বক্তব্য রাখেন । অনুষ্ঠানে মহিলা সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।