উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় আবারও বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। গত দুই সপ্তাহ সূর্যের তীব্রতা থাকায় তেমন শীত অনুভূত না হলেও গতকাল থেকে আবারও বেড়েছে শীত।
নওগাঁর বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য মতে, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমে আসার সঙ্গে সঙ্গে আজ হালকা কুয়াশা এবং আকাশ মেঘলা থাকার পাশাপাশি হিমেল বাতাস বয়ে যাওয়ায় শীত বেশি অনুভূত হয়েছে। মেঘ এবং হালকা কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ।
নওগাঁ সদর উপজেলার হাপানিয়া গ্রামের রিকশাচালক ফারুক হোসেন বলেন, কয়েকদিন আগে এতো বেশি শীত ছিল না। গতকাল সন্ধ্যা থেকেই ঠান্ডা অনেক বেশি। কুয়শা বেশি না থাকলেও বাতাসের কারণে বেশি কষ্ট হচ্ছে। রিকশার হ্যান্ডেল ঠান্ডায় ধরে থাকা যায় না। ঠান্ডার মধ্যে লোকজনও বাইরে কম বের হচ্ছে যার জন্য ভাড়াও কম।
নওগাঁ বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক মাহবুব আলম বলেন, গতকালকের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। আকাশে হালকা মেঘ এবং বাতাস থাকার কারণে শীতের প্রকোপ বেশি। সামনের দিনগুলোতে শীত আরও বাড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ বলেন, বিভিন্ন জায়গায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আরও ২ হাজার কম্বল বিতরণের জন্য পেয়েছি। এগুলো বিতরণের জন্য তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। খুব শীঘ্রই এগুলো শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হবে।
Tags
নওগাঁ