Daily News BD Online

বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত



বুড়িচং প্রতিনিধি :কুমিল্লার বুড়িচং উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের উদ্যোগে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের দুই দিন ব্যাপী শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা  বৃহস্পতিবার  ৫ ডিসেম্বর অনুষ্ঠিত   হয়েছে। দুইদিন ব্যাপী অনুষ্ঠিত এ সমাবেশে ছাত্র শিক্ষক অভিভাবকদের সমন্বয়ে  ভিন্ন মাত্রার অনুষ্ঠানে   প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ কামাল হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি অধ্যক্ষ মোহাম্মদ- আবু তাহের।

অধ্যাপক মোহাম্মদ এনামুল হক (যুক্তি বিদ্যা) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন - কলেজের সহকারী অধ্যাপক - মোহাম্মদ শিহাব উদ্দিন, সহকারী অধ্যাপক মিয়া আনোয়ার মোর্শেদ, সহকারী অধ্যাপক আবুল হাশেম, সহকারী অধ্যাপক এনামুল হক (বাংলা), সহকারী অধ্যাপক মোসা, নাফিজা সুলতানা, অধ্যাপক কামরুল হাসান, সহকারি অধ্যাপক রিপন চন্দ্র সরকার, রেজাউল হক ও কামাল হোসেন।  অনুষ্ঠান  পরিচালনা করেন সহকারী অধ্যাপক সুমন মিত্র ও প্রভাষক তাসনিম তাবাসসুম। বক্তারা তাদের বক্তব্যে  বলেন  মোবাইল ফোন বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের কাছে একটি গুরুত্বপূর্ণ ডিভাইস হিসেবে  হয়েছে। এটা দরকারের ক্ষেত্রে যতটুকু প্রয়োজনীয় আবার এর অপব্যবহার অনেকটাই অপ্রয়োজনীয় বলে আখ্যায়িত করেন। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী এটাকে ভালো কাজে ব্যবহার করলে কাজে সফলতা অর্জন করা যায় বিনা কাজে ব্যবহার করলে জীবনে ব্যর্থতা নেমে আসে। এ ব্যাপারে শিক্ষার্থী ও অভিভাবক সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন