Daily News BD Online

কিশোরগঞ্জে মাইক ভাড়া করে চোরকে গালাগালি

 


কিশোরগঞ্জ প্রতিনিধি : অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন জানিয়ে চোরকে উদ্দেশ্য করে এক চালক মাইক ভাড়া করে গালাগালি করেছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) এমনই ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের ভৈরবের গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকায়।

ভুক্তভোগী অটোচালকের নাম হৃদয় মিয়া (২৫)। তিনি ওই এলাকার সাবেক ইউপি মেম্বার আনার মিয়ার ছেলে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী অটোচালক হৃদয় মিয়া বলেন, ‘আমার সংসারে ৩ ছেলেমেয়েসহ ৭ জন সদস্য। অভাবের সংসার। তার ওপর ভাড়া গাড়ি চালাই। ২১ ডিসেম্বর রাতে অটোরিকশার ব্যাটারি চুরি হয়ে যায়। তারপর থেকে খোঁজে বেড়াচ্ছি। অটো না চালিয়েই ৫০০ টাকা করে ভাড়া দিতে হচ্ছে। অটোর ব্যাটারি চুরি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়েছে। ঘরের বাজারও করতে পারছি না। এজন্য মাইক ভাড়া করে এনে গালাগাল করেছি। আমি কীভাবে কী করবো বুঝতে পারছি না। খুব কষ্টে আছি।’

ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিলন মিয়া বলেন, ‘ব্যাটারি উদ্ধারে ওই ব্যক্তিকে থানায় জিডি করতে বলা হয়েছে। আমি নিজেও সেই চেষ্টা করছি।’

গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার মানিক চাঁন বলেন, ‘কোনো কিছু চুরি হলে তা অবশ্যই দুঃখজনক। তবে মাইকে গালাগালের বিষয়টি সামাজিকভাবে অন্যায়। গরিব মানুষ দুঃখে এই কাজটা করেছে।’

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন