সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সিদ্ধিরগঞ্জের কদমতলী পুকুরপাড় এলাকায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শীতার্তদের কম্বল বিতরণ, ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে প্রতিভা সমাজ কল্যাণ সংস্থা উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম। প্রতিভা সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান এ্যাড. মো. হাবিবুর রহমান মাসুমের সভাপতিত্বে এবং হাজী আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এম.ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ও আদমজী টিচার্স এসোসিয়েশনের সভাপতি মো. মোশারেফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মো. সাদরিল, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সাবেক আহ্বায়ক এস এম আসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, যুগ্ম সম্পাদক মো. আবুল হোসেন, প্রতিভা সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আমিনুল হক রানা, অর্থ সচিব ইঞ্জিনিয়ার মো. রেজানুর রহমান, মহাসচিব মো. রাজিব হোসেন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে মাজেদুল ইসলাম বলেন, বাংলাদেশে যুবসমাজ কী করতে পারে তা প্রমাণ রয়েছে। গত ৫ই আগস্ট স্বৈরাচারীনি শেখ হাসিনা এই যুব সমাজের ছাত্র-জনতার এবং আমাদের নেতা-কর্মীদের আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আগামীতে এই যুব সমাজকেই দেশের দায়িত্ব নিতে হবে। এই দেশকে ভালোর দিকে নিতে হবে, এজন্য যুবসমাজকে কাজ করতে হবে। সুতরাং যুবসমাজকে ভালো থাকতে হবে। যুবসমাজ খারাপ কাজে ধাবিত হলে ভবিষ্যৎ বাংলাদেশ অন্ধকারে চলে যাবে। মোশারেফ হোসেন বলেন, খেলাধুলা করলে মানুষের শরীর ও মন ভালো থাকে। আজকের প্রজন্মকে খেলাধুলার ব্যবস্থা করে দিতে না পারলে তারা খারাপ কাজের দিকে চলে যাবে। খেলাধুলায় থাকাকালীন সময়ে যুব সমাজ খারাপ কাজে লিপ্ত হবে না, কেউ মাদকের সাথে যুক্ত হবে না। সুতরাং যুব সমাজকে খেলাধুলায় রাখতে হবে, তাদেরকে খেলাধুলার ব্যবস্থা করে দিতে হবে।