নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমে টানা দ্বিতীয় জয় পেয়েছে রংপুর রাইডার্স। এই ম্যাচে আগে ব্যাট করে সিলেটকে ১৫৬ রানের লক্ষ্য দিয়েছিল নুরুল হাসান সোহানের দল রংপুর রাইডার্স । মাত্র ১২১ রান করেই থেমে যায় সিলেট স্ট্রাইকার্স। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে রংপুর এর দেয়া ১৫৬ রান এর লক্ষ্য পুরণ করতে পারেনি সিলেট । ফলে টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট তালিকায় সবার উপরে রংপুর রাইডার্স।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: আরিফুল হক (অধিনায়ক), জর্জ মানজি, পল স্টার্লিং, রনি তালুকদার, জাকির হাসান, জাকের আলী অনিক, সামিউল্লাহ শেনওয়ারি, তানজিম হাসান সাকিব, নিহাদ উজ জামান, রিস টপলি এবং আল আমিন হোসেন।
রংপুর রাইডার্স একাদশ: অ্যালেক্স হেলস, স্টিভেন টেলর, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলাম রাব্বি, শেখ মেহেদী, রাকিবুল হাসান এবং নাহিদ রানা।