Daily News BD Online

কালিয়াকৈরে বিডিইউতে এআই ফর ইমারসিভ টেকনোলজি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন



মোঃমাইনুল সিকদারঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে BDSET প্রকল্পের আয়োজনে এবং ডি ক্রাউড আইটি লি. এর পরিচালনায় শিক্ষার্থীদের এআই ফর ইমারসিভ টেকনোলজি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর স্বাক্ষরিত হয়েছে। 

৩১ ডিসেম্বর, ২০২৪ (মঙ্গলবার) সকালে গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার জনাব মুহাম্মদ আতাউর রহমান খান এবং BDSET প্রকল্পের পক্ষে স্বাক্ষর করেন ডি ক্রাউড আইটি লি. এর ব্যবস্থাপনা পরিচালক জনাব রক্তিম শর্মা। 

BDSET এর প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) জনাব মোঃ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইটি বিজনেস ইনকিউবেটর চুয়েট এর পরিচালক ও আই-ইইই বাংলাদেশ সেকশন এর পরিচালক অধ্যাপক ড. মো. মশিউল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের আই.আর.ই. বিভাগের প্রভাষক এবং এনআইসিসি সেলের পরিচালক জনাব মোঃ তৌকির আহম্মেদ।

উদ্বোধনী অনুষ্ঠান ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানটি সামগ্রিকভাবে কোর্ডিনেট করেন বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল এন্ড ইন্টারন্যশনাল কোলাবোরেশন সেল (এনআইসিসি)। এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এ ধরনের প্রশিক্ষণকে সবসময় গুরুত্ব দিতে হবে। যত কষ্টই হোক এসব প্রশিক্ষণের জন্য সময় বের করে নিবে। এর মাধ্যমেই তোমরা দেশের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন