শোয়েব হোসেন --
গাজীপুরের কাশিমপুর থানা এলাকায় ভূমিদস্যুরা অসহায় পরিবারের জমি দখল করে নিয়ে উল্টো মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, ভূমিদস্যু মাহাবুবুর রহমান, মুকুল, ইদ্রিস মাওলানা এবং কাশিমপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইজ উদ্দিন মোল্লা মিলে ৩২ জন সাংবাদিকসহ অসংখ্য অসহায় পরিবারের জমি দখল করে নিয়েছে।এমনকি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ একজন কর্মকর্তার যোগসাজশের অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, মেজর আসিফ ভূমিদস্যুদের পক্ষ নিয়ে কাজ করছেন এবং তাদেরকে সহায়তা করছেন।এছাড়াও, তারা মিথ্যা মামলা দায়ের করে ভুক্তভোগীদের হারানোর চেষ্টা করছে।এ ঘটনায় গাজীপুর জেলার দায়িত্বরত মেজর আসিফের নামও উঠে এসেছে।
এ বিষয়ে ভুক্তভোগীরা দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকার সম্পাদক বোরহান হাওলাদার জসিমের মাধ্যমে মেজর আসিফের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন।
তবে, মেজর আসিফের সহকারী আনিক হাসান ফোন রিসিভ করে মিটিং আছে বলে ফোন রেখে দেন।
এ ঘটনায় কাশিমপুর থানার ওসি সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।ভুক্তভোগীরা দ্রুত গতিতে এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
Tags
গাজীপুর