Daily News BD Online

দিনাজপুর জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির কমিটি গঠন




 দিনাজপুর জেলা প্রতিনিধি 

দিনাজপুরে আদিবাসীদের নিয়ে এই প্রথম "দিনাজপুর জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির" ৫ বছর মেয়াদী জেলা কমিটি গঠন করা হয়েছে। গত ৭ ডিসেম্বর বিকেলে দিনাজপুর ব্যাপ্টিস্ট চার্চ মিশন প্রাঙ্গনে চিত্তরঞ্জন পাহানের সভাপতিত্বে আদিবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আদিবাসীদের স্বার্থ সংরক্ষণ, অধিকার নিশ্চিতকরণ সহ নানা আলোচনার পর ঐক্যের স্বার্থে একটি জেলা কমিটি গঠনের উপর গুরুত্বআরোপ করা হয়।

আলোচনা শেষে চিত্তরঞ্জন পাহানকে সভাপতি ও লুকাস সরেনকে সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলে- সহ-সম্পাদক হারুন এক্কা, কোষাধক্ষ নাথালিটস মার্ডি।

নির্বাহী কমিটির সদস্যরা হলেন- আগ স্টিল হেমব্রম, রবিন মার্ডি, কমল কিসকু, শীতল মার্ডি, কমলা কান্ত হাসদা, মতিন হাসদা, জুয়েল হেমব্রম, নারায়ণ মার্ডি, কেরবিন মার্ডি, সূর্য্য মার্ডি, ফিলিপ মুরমু, শিবু হাসদা, ভেনাস নিউস টুডু, চুনু টুডু, ইলিয়াস মুরমু, অনিল এক্কা, মঙ্গল মার্ডি, মাইকেল মার্ডি, ফিলিপ সরেন, লুইস মারান্ডি, শ্রীকান্ত সরেন, মাইকেল বেসরা, শ্যামল মার্ডি, বাশির স্বপন কিসকু ও নিলিমা হেমব্রম।

নবগঠিত কমিটির অন্যতম সদস্য বাসীর স্বপন কিস্কু জানান, দিনাজপুর জেলার বিরামপুর, পার্বতীপুর, দিনাজপুর সদর, বিরল, চিরিরবন্দর, কাহারোল, ফুলবাড়ি, বীরগঞ্জ, বোচাগঞ্জ, খানসামা, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার আদিবাসীদের স্বার্থ সংরক্ষণ কাজ করার জন্য সেবামূলক এই প্রতিষ্ঠানের জেলা কমিটির জন্ম লাভ করল এই প্রথম। সমাজে অবহেলিত ও অসহায় গরীব দুঃখী আদিবাসী পরিবার, তাদের সন্তানদের লেখাপড়া সহ নানা সমস্যা সমাধান ও উন্নয়নের জন্য এই কমিটি কাজ করবে বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন