Daily News BD Online

মুরাদনগরে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত ।



 হাফেজ নজরুল।। 

মুরাদনগরে সাহিত্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 শুক্রবার দিনব্যাপী কুমিল্লার মুরাদনগর উপজেলার কবি নজরুল মিলনায়তনে কবি ঔপন্যাসিক  ও কলামিস্ট   এম এ আলীমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন ড. ইঞ্জিঃ এম শাহেদুল ইসলাম। উপস্থাপিকা রলি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানটি দুটি অধিবেশনের মাধ্যমে অনুষ্ঠিত হয়।  প্রথম অধিবেশনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার  মোঃ আব্দুর রহমান এবং দ্বিতীয় অধিবেশনের উদ্বোধন করেন মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান  ইউসুফ হাকিম সোহেল। মুরাদনগর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি ও নজরুল গবেষক  সাইফ সাদী সংগঠনের পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন। 
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের  বাংলা বিভাগের অধ্যাপক  ড.জিএম মনিরুজ্জামান। 

দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে প্রায় শতাধিক কবি সাহিত্যিক ও সাংবাদিকদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত আন্তর্জাতিক  সাহিত্য সম্মেলনে  বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন,

 অধ্যাপক আমির হোসেন, 
কবি একরামুল হক দিপু, 
কবি রবিউল মাশরাফি, 
 নজরুল ইসলাম, 
 ডঃ মনিরুজ্জামান, 
সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, 
তানজিদ তানিম, 
ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম সরকার, 
কবি তাসনিম মাহমুদ, 
সাংবাদিক কবি নজরুল মাহমুদ, 
সাংবাদিক আনোয়ার হোসেন, 
কবি সাকিলা ইয়াসমিনসহ 
আরো অনেক কবি সাহিত্যিক।

প্রথম অধিবেশন শেষে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয় এবং এবং সান্ধ্যকালীন চা চক্র  আয়োজন ছিল,
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে মুরাদনগর সাহিত্য পরিষদের সম্মাননা প্রদান করার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন