Daily News BD Online

কালিয়াকৈরে খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপন

 


কালিয়াকৈর (গাজীপুর) থেকে মোঃ মাইনুল সিকদার :

কালিয়াকৈরে বড়দিন উদযাপন খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে বুধবার সকাল থেকে ২৮ টি গির্জায় নানা উদ্দীপনায় বড়দিন উদযাপিত হয়েছে। গীর্জা থেকে খ্রিস্টান বাড়ি সবখানেই এখন বড়দিন পালনের প্রস্তুতি সম্পন্ন। বাড়িগুলোর সামনে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। অতিথি আপ্যায়নের জন্য বাড়িতে বাড়িতে তৈরি করা হচ্ছে রকমারি পিঠা। গির্জা ও পল্লিগুলোকে সাজানো হয়েছে দৃষ্টিনন্দন ঝলমলে আলোকসজ্জায়। প্রতিটি গ্রামেই এখন উৎসবের আবহ, চলছে নানা আয়োজন। তবে উৎসব আনন্দ নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় খ্রিস্ট ধর্মালম্বীদের। এবার কালিয়াকৈরের গোয়ালবাথান, কালামপুর,হবুয়ারচালা, নিশ্চিন্তপুর, বৈথনিয়া, রামপুর, বগারপুরসহ বিভিন্ন গীর্জায় বড়দিন পালন করা হয়। সবচেয়ে বেশি আনন্দ বিরাজ করছে শিশু-কিশোরদের মাঝে।

সীনয় ব্যাপ্টিস্ট চার্চের পালক যোহন বর্মন বলেন, বাড়িতে বাড়িতে কেক, আর পিঠাপুলির আয়োজন করা হয়েছে। উৎসবের আলোয় নিজেদের রাঙিয়ে তুলতে ব্যস্ত সবাই।
বিলিভার্স ইস্টার্ন চার্চের ডিকন জয়দেব বর্মন বলেন বড়দিনে আমাদের বড় প্রার্থনা হচ্ছে মানুষের মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ গাঢ় হয়, পৃথিবী থেকে যেন অস্থিরতা দূর হয় এবং সবার মধ্যেই যাতে শান্তি বিরাজ করে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা  জানান, বড় দিনকে ঘিরে সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি নির্বিঘ্নে বড় দিনের উৎসব সম্পন্ন হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন