Daily News BD Online

কুমিল্লায় আমরা ৯৩ এসএসসি ব্যাচের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও রেজিষ্ট্রেশন মেলা অনুষ্ঠিত



সৌরভ মাহমুদ হারুন   :

রোববার রাতে আমরা ৯৩ সারা বাংলাদেশের  এসএসসি ব্যাচের কুমিল্লা জেলার আয়োজনে মহানগরীর রাজাগঞ্জ  ক্যাপচিকাম হোটেলে আমরা ৯৩ ব্যাচের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও রেজিষ্ট্রেশন মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  আনন্দ ঘন পরিবেশের  ও জমকালো আয়োজনের  মধ্যে দিয়ে   ২০ পাউন্ডের কেক কেটে দিবসটি উদযাপন করা হয় । পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  আলহাজ্ব মোঃ বেলাল হোসেন  এবং পরিচালনা করেন এডমিন মোঃ মোজাম্মেল হক
স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডার এডমিন মোঃ জাহাঙ্গীর আলম
অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডমিন রেজাউল করিম সোহেলএডমিন নুরজাহান সীমাসদস্য মোঃ নাসির উদ্দীন ভূইয়াডাহাসান মাহমুদ ইকবাল হৃদরোগ বিশেষজ্ঞসাংবাদিক আব্দুল জলিল রিপন,  বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়ালগোমতী হসপিটালের জনসংযোগ কর্মকর্তা লুৎফর রহমানপ্রধান শিক্ষক আলী আশ্রাফমোস্তাফিজুর রহমানমোঃ হাবিবুর রহমানরোটা.মিজানুর রহমানমাহফুজুর রহমান সোহাগআজাদ হোসেন সুমননিগার সুলতানা ,  নাদিম মাহমুদ চৌধুরীবিশিষ্ট ব্যবসায়ী উসমান গণিমনির হোসেন ও জুবায়ের হোসেন  প্রমূখ। এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন