Daily News BD Online

ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২



ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম, চকলেট বাজি, মোবাইল ফোন ও টাকা উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী। এ সময় লাল মিয়া ও জাহাঙ্গীর আলম নামে দুজনকে আটক করা হয়েছে।

রবিবার দিনগত রাত (সোমবার) ১টার দিকে উপজেলার তেহরীহুদা গ্রামে অভিযান চালানো হয় আটক লাল মিয়া ওই গ্রামের রোস্তম মন্ডল এবং জাহাঙ্গীর আলম নুরুজ্জামানের ছেলে।

যৌথ অভিযানের নেতৃত্বদানকারী মেজর আকিকুর রহমান রুশাদ বলেন, ‘উপজেলার মল্লিকপুর বাজারে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে, তেহরীহুদা গ্রামের লাল মিয়ার বাড়িতে কিছু লোক অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি করছে এবং তাদের হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম আছে। রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দুই আসামিকে দেশি আগ্নেয়াস্ত্র তৈরি করা অবস্থায় হাতেনাতে আটক করি।’

তিনি আরও জানান, এ সময় আসামিদের হেফাজত থেকে দেশি পিস্তল তৈরির কাজে ব্যবহৃত দুটি লোহার বডি, একটি লোহা কাটার করাত, দুটি মোবাইল ফোন, একটি লোহার তৈরি দেশি পাইপগান, তিন রাউন্ড রাইফেলের গুলি, এক রাউন্ড শটগানের গুলি, দুটি রাইফেলের গুলির খোসা, একটি গুলির পিলেট, আগ্নেয়াস্ত্র তৈরির কাজে ব্যবহৃত আরও কিছু সরঞ্জাম, দেশি অস্ত্র, আটটি চকলেট বাজিসহ ২১ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়। এ অভিযানের সময় সেনাবাহিনীর সঙ্গে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র, গুলি, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম এবং চকলেট বাজি নিজ হেফাজতে রাখার অপরাধে বিস্ফোরক আইনে তাদের নামে মামলা করা হয়েছে। আসামিদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন