Daily News BD Online

সাতক্ষীরায় জাল টাকা ও জাল টাকা তৈরির মেশিনসহ আটক-২



আব্দুল জলিল , সাতক্ষীরা:
সাতক্ষীরার কলারোয়ায় ২৪ হাজার ৫ শত টাকার জাল নোট ও জাল টাকা তৈরির মেশিনসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। 

শুক্রবার দিনগত রাতে জেলার কলারোয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে পুলিশ। 

আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ঝিকরা গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ কবিরুল ইসলাম(৩০) ও মিজানুর রহমানের ছেলে মোঃ জুয়েল হোসেন(২৭)। 

সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয় সুত্রে জানা যায়, কলারোয়া  থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুল আরেফিনের নেতৃত্বে  থানা ঝিকরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জাল টাকা ও জাল টাকা তৈরীর মেশিন সহ আসামীদের আটক করা হয়। আসামী কবিরুল ইসলাম ও জুয়েল হোসেনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আব্দুল জলিল 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন