Daily News BD Online

নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি



 জাতীয় নির্বাচনের ধারনা নয় নির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছেন। কিন্তু বিএনপি ধারনা নয় নির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। স্থায়ী কমিটির অপর সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে।

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপি নেতারা এসব কথা বলেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থান–পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, মোটাদাগে বলা যায়, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন