সাতক্ষীরা প্রতিনিধি ঃ মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরায় বিএনপির বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। সদর থানা বিএনপির আয়োজনে মঙ্গলবার সকালে শহরের ইটাগাছা হাটের মোড় থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা রোড মোড়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হবি।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সদস্য সচিব নুরেআলম সিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা যুবদলের সাবেক আহবায়ক আবু জাহিদ ডাবলু, জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটনসহ আরো অনেকে।
বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে বিএনপি নেতাকর্মীরা দীর্ঘ ১৫ বছর ধরে গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে। রাতে কেউ বাড়িতে থাকতে পারেনি, ঘুমাতে পারিনি। এতো নির্যাতনের শিকার হয়েও তারা দেশ ছেড়ে পালিয়ে যায়নি। অথচ ফ্যাসিস্ট শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছে। তারা এসময় তাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান।##
Tags
সাতক্ষীরা