আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেচ্ছাসেবক ফাউন্ডেশনের আয়োজনে বর্ণাট্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মাধ্যমে পালন করা হয়। সেচ্ছাসেবক জনতা, গড়ে তুলুন একতা এই প্রতিপাদ্যে ৫ই ডিসেম্বর ২০২৪ সকাল ১০ টায় বাংলাদেশে সেচ্ছাসেবক ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রধান সেচ্ছাসেবক সুপ্রিম কোর্টের এ্যাভোকেট আবু বক্কর ছিদ্দিক এর নেতৃত্বে জাতীয় প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহীদ মিনারে এসে শেষ হয়।
র্যালি শেষে আলোচনা সভা ও ১০ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় সারাদেশের সেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নিরাপদ খাদ্য, নিরাপদ বাসস্থান,নিরাপদ পথ চলা, শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ অক্সিজেন চাই। স্বেচ্ছাসেবকদের জন্য স্বেচ্ছাসেবী কাজ উন্নীত ও স্বেচ্ছাসেবক প্রচেষ্টাকে সমর্থন করার জন্য সরকারকে উৎসাহিত করতে হবে। স্থানীয়,জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে স্বেচ্ছাসেবকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে নিরাপদ একটি দেশ গড়তে হবে।