Daily News BD Online

সেতাবগঞ্জ সহ বন্ধ হওয়া দেশের ৬ চিনিকল চালুর দাবি



দিনাজপুর জেলা প্রতিনিধি :

দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলসহ দেশের ৬টি চিনিকল চালুর দাবিতে মানববন্ধন করেছে সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদ। রবিবার (০১ ডিসেম্বর) সেতাবগঞ্জ চিনিকল পুনঃ চালনা আন্দোলন পরিষদের উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিনা ভোটের এমপি ও আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী খালিদ মাহমুদ চৌধুরী সুবিধা নিয়ে সেতাবগঞ্জ চিনিকল বন্ধের পক্ষে মত দিয়েছিলেন। তারা সরকারি এই চিনিকলগুলো ব্যবসায়ীদের হাতে তুলে দিতে চেয়েছিলেন।তারা হাজারো শ্রমিককে কাঁদিয়ে নিজেরাই এখন ঘরবাড়ি ছাড়া হয়েছেন। অবিলম্বে বন্ধ সকল চিনিকল চালু করতে হবে।
সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের আহ্বায়ক বদরুদ্দোজা বাপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপি সহ সভাপতি নওশাদ আলী, বিএনপি নেতা সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, ৩ নম্বর মুশির্দহাট ইউনিয়নের চেয়ারম্যান ওয়াক্কাস কাঞ্চন, সাবেক ভাইস চেয়ারম্যান রেদওয়ানুল কারীম রাবিদ, জামায়াত নেতা কাজী নুর আলম, সুগার মিলের কর্মকর্তা জি এম কৃষি দেলাওয়ার হোসেন, সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের সদস্যসচিব সোহাগ হোসেন, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, লিমন খন্দকার, সহিদুল ইসলাম, ছাত্র-জনতার পক্ষে বক্তব্য রাখেন ফয়সাল মোস্তাক, ফাহাদ চৌধুরী, ফারদ্বীন, হাসান সারওয়ার প্রমুখ।উল্লেখ্য, ২০২০ সালের ১ ডিসেম্বর দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলসহ দেশের ৬টি চিনিকল বন্ধ হয়ে যায়।
সে উপলক্ষ্যে সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদ আয়োজিত ‘কালো দিন’ পালন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন