আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে মৃত্তিকা খেলাঘর আসরের আয়োজনে "এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি" বিষয়ক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) সকাল সাড়ে ১১ টায় বেগম আফতাবুন নেছা মাল্টিমিডিয়া স্কুলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা খেলাঘর আসর এর উপদেষ্টা ও খেলাঘর আসরের সাবেক জাতীয় পরিষদ সদস্য নুরুজ্জামান জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সংগঠক ও মৃত্তিকা খেলাঘর আসরের কেন্দ্রীয় সদস্য নুরুল মতিন সৈকত, মৃত্তিকা খেলাঘর আসর এর সহ সভাপতি গোলাম কিবরিয়া, সহকারী অধ্যাপক এস এম আব্দুল্লাহ, অধ্যাপক বিপ্লব দাস, মৃত্তিকা খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক জেরিন তাসনিম নিঝুম, সাধারণ সম্পাদক মো. নাছিম বাবু, সাংগঠনিক সম্পাদক বাধন ইসলাম, সদস্য মো. সোহাগ হাসান প্রমুখ।
শেষে রংপুর বিভাগীয় সংগঠক ও মৃত্তিকা খেলাঘর আসরের কেন্দ্রীয় সদস্য নুরুল মতিন সৈকত সকলের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন ইতিহাস তুলে ধরেন।#
Tags
দিনাজপুর