Daily News BD Online

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফোনে প্রেম আলাপের মাধ্যমে ঘুষ বাণিজ্যের অভিযোগ


  • আইন শৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ
  • পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ


খাঁন মোঃ আঃ মজিদ (দিনাজপুর)
বোচাগঞ্জ থানার তদন্ত অফিসার এসআই প্রদীপের বিরুদ্ধে মোবাইল ফোনে প্রেম আলাপের অভিযোগ উঠেছে। ০২/১২/২০২৪ ইং তারিখে অভিযোগ করেছেন এক নম্বর আসামি মোছাঃ আশা আক্তার (২৬), পিতা লাইসুর রহমান, মাতা লিপি আক্তার। তার বর্তমান ঠিকানা গুচ্ছগ্রাম আবাসন, এক নম্বর ইউপি, নাফানগর, বোচাগঞ্জ, দিনাজপুর। হাল ঠিকানা সৈয়দপুর, গড়াই, মির্জাপুর, টাঙ্গাইল।

মোছাঃ আশা আক্তার জানান মুঠোফোনে তার ৪র্থ স্বামী মোঃ আঃ মজিদ খানকে, বোচাগঞ্জ থানার তদন্ত অফিসার এসআই প্রদীপ প্রায়ই ফোনে বিরক্ত করেন এবং তাকে প্রেম নিবেদন করেন। আশা আক্তার আরো বলেন, "আমার নাম্বার পুলিশকে দিয়ে কি প্রমাণ করতে চাও?"

আশা আক্তার আরও বলেন, "আইনের প্রতি ধিক্কার জানাই," এবং প্রবীণ সাংবাদিক মোঃ আঃ মজিদ খানকে নোংরা ভাষায় কথা বলেছেন। তার কাছে এ বিষয়ে কল রেকর্ডের প্রমাণও রয়েছে।

ভুক্তভোগী প্রবীণ সাংবাদিক খাঁন মোঃ আঃ মজিদ জানান, “এই নাম্বার ট্র্যাক করলে অভিযুক্তকে খুঁজে পাওয়া সহজ হবে। তবে তদন্ত অফিসার এসআই প্রদীপ প্রেম আলাপন করে নগদ অর্থের ঘুষ বাণিজ্য করতে চান।”


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন