আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে গত ১৮ ডিসেম্বর টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের ওপর হামলা, হত্যা ও শীর্ষস্থানীয় আলেমদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, ইজতেমা মাঠ দখলের পাঁয়তারা এবং সাদ পন্থিদের নিষিদ্ধ ও শাস্তির দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী আলমী শুরা তাবলীগ জামাত ও তৌহিদী জনতার ব্যানারে নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার বরাবর ৪ টি দাবি উল্লেখ করে স্মারকলিপি প্রদান করেন।
পরে সমাবেশে ফুলবাড়ী আলমী শুরা সদস্যগণের পক্ষে মুফতি নুরুল্লাহ নুর আলম বলেন, ফুলবাড়ী উপজেলার সকল মসজিদে সাদ পন্থিদের কার্যক্রম বন্ধ করে শাস্তির আওতায় আনতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন মুফতী নজিবুল্লাহ, মাওলানা মিজানুর রহমান , মুফতী আল আমিন, মাওলানা সাখাওয়াত, মাওলানা সুলতান হামিদী, মুফতি গোলাম রব্বানী, মাওলানা আব্দুল গফুর, মাওলানা মাহাবুবুর রহমান, মুফতী সিরাজুল ইসলাম, রবিউল ইসলাম সহ অন্যান্য ওলামায়ে কেরাম ও আলমী শূরার তাবলীগের জিম্মাদারগণ।#
Tags
দিনাজপুর