খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ থানায় মোঃ আঃ মজিদ খান নামের এক ভুক্তভোগী গত ১৪ নভেম্বর ২০২৪ তারিখে নয়জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী, মোছাঃ আশা আক্তারসহ অভিযুক্তরা ১৬ লাখ ৯ হাজার ২ শত টাকা আত্মসাৎ করেছেন। বর্তমানে মোছাঃ আশা আক্তার পরিবারসহ টাঙ্গাইলের সখিপুর থানার সংলগ্ন এলাকায় বসবাস করছেন বলে জানা গেছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, আশা আক্তারের প্রতারণায় তার সাথে জড়িত আরও বেশ কয়েকজন আছে তাদের মধ্যে চারজন হলেনঃ
১. মোঃ রাসেল, ধনবাড়ী, টাঙ্গাইল।
২. মোঃ সুজন শেখ, ধনবাড়ী, টাঙ্গাইল।
৩. মোঃ সবুজ, মেঘনা গ্রুপের সুপারভাইজার, সৈয়দপুর, টাঙ্গাইল।
৪. মেসার্স এ্যানি ট্রেডার্সের প্রোপ্রাইটর মোঃ ফয়সাল হোসেন, ডায়মন্ড গেট সংলগ্ন, গড়াই, সৈয়দপুর, টাঙ্গাইল।
ভুক্তভোগী মোঃ আঃ মজিদ খান অভিযোগ করেছেন, থানা পুলিশ অপরাধীদের গ্রেফতারে গড়িমসি করছে। তিনি দাবি করেছেন, আসামিরা যতই চালাক বা কৌশলী হোক, পুলিশ চাইলে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করতে পারে। তবে কিছু পুলিশ কর্মকর্তা অর্থের লোভে নারীদের অপরাধ আড়াল করেন এবং অপরাধীদের গ্রেফতারে বিলম্ব করেন।
মোঃ আঃ মজিদ খান আরও বলেন, "বোচাগঞ্জ থানার পুলিশ দীর্ঘদিন ধরে আমাকে আশ্বাস দিয়ে যাচ্ছে যে আসামিদের গ্রেফতার করা হবে। কিন্তু আজও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে আমি পুলিশের প্রতি আস্থা হারিয়ে ফেলছি।"
তিনি স্থানীয় পুলিশ প্রশাসন এবং দিনাজপুর জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "অপরাধীরা আইনের আওতায় আসুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা বজায় থাকে।"
এই বিষয়ে বোচাগঞ্জ থানার ওসির কাছে জানতে চাইলে তিনি জানান, "অভিযোগটি তদন্তাধীন। যথাসম্ভব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
সচেতন মহলও এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। চলেবে...
Tags
দিনাজপুর