Daily News BD Online

টিকটকার মামুনের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পেয়েছেন আদালত

 

নিজস্ব প্রতিবেদক : টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পেয়েছেন আদালত। মামুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে ঢাকার ক্যান্টনমেন্ট থানার পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আদালত সূত্রে জানা যায়, দীর্ঘ সময় তদন্তের পর মামুনের বিরুদ্ধে প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মুহাম্মদ শাহজাহান জানান, তদন্ত শেষে গত ২৬ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র পাঠানো হয়।
 
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ বিচারের আওতায় রয়েছে মামলাটি। এদিকে মামলার অভিযুক্ত আসামি মামুন বর্তমানে জামিনে রয়েছেন।

জানা যায়, গত ৯ জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা। এ মামলায় গ্রেফতারের পর গত ১১ জুন মামুনকে আদালতে হাজির করলে শুনানি শেষে আদালত জামিন ও রিমান্ড উভয় না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কিন্তু হঠাৎই ১ জুলাই তিনি জামিনে কারামুক্ত হন।

মামুনের বিরুদ্ধে আনা ধর্ষণের মামলায় লায়লার অভিযোগ ছিল, বিয়ের প্রলোভন দেখিয়ে লায়লার সঙ্গে মামুন প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায় তার বাড়িতেই স্বামী-স্ত্রীর মতো থাকতে শুরু করেন। কিন্তু বিয়ের চাপ দিলেই লায়লার ওপর শারীরিক নির্যাতন, অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন টিকটকার মামুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন