গোলাম রব্বানী টিটু, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ মঙ্গলবার সকালে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি: কাল্ব এর আয়োজনে বন্যা পরবর্তী পূনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে । এর আগে কলেজ রোডে শিক্ষক কাল্ব কার্যালয়ে ময়মনসিংহ ছ অঞ্চলের ডিরেক্টর সাইফুদ্দিন আহামেদ সবুজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কাল্ব আতিকুল্লাহ সরকার, বিশেষ অতিথি খ অঞ্চলের ডিরেক্টর ওয়াহেদ আলী, আবুল কাশেম, শিক্ষক মাছুদুর রহমান, উত্তরণ কাল্ব সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, শিক্ষক ক্রেডিট ইউনিয়নের অভিনূর ইসলাম অভি, আদর্শ কাল্ব কোষাধ্যক্ষ মেহেদী হাসান মামুন প্রমুখ । জামালপুর/ শেরপুর অঞ্চলের ম্যানাজার সোলায়মান হোসেনের সঞ্চালনায় ঝিনাইগাতী উপজেলায় ৪টি ক্রেডিট ইউনিয়ন কাল্ব থেকে বাছাই কৃত ৪০জন সদস্যকে বন্যায় ক্ষতিগ্রস্থ পুনর্বাসনের লক্ষ্যে নগদ ৫ হাজার টাকা করে ৪০ জনের মধ্যে দুই লাখ টাকা বিতরণ করা হয় ।