গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে পুলিশ হেফাজতে থাকা যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন যুবদল নেতা ও তার অনুসারীরা।গাজীপুর সদর উপজেলা ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, পুলিশ হেফাজতে থাকা এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নিয়েছেন ভাওয়ালগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাখা যুবদলের সাধারণ সম্পাদক মামুন সিকদার ও তার অনুসারীরা।শনিবার (৩০ নভেম্বর) দুপুরে জয়দেবপুর থানা পুলিশের তখন নিয়মিত টহল ডিউটি চলছিলো এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় গাজীপুর সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ভাওয়ালগড় ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখার যুবলীগের সাবেক সভাপতি রাজু আহম্মেদ এর নেতৃত্বে পাথর ফ্যাক্টরী এলাকায় জুয়ার আসর বসছে।তাৎক্ষণিক টহলরত পুলিশের এস আই বাহার উদ্দিন ঘটনাস্থলে যায় এবং যুবলীগ নেতা রাজু আহম্মেদ কে হাতে নাতে আটক করেন। এসময় ঘটনাস্থলে থাকা গাজীপুর সদর উপজেলা ভাওয়ালগড় ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাখা যুবদলের সাধারণ সম্পাদক মামুন সিকদারের নেতৃত্বে পুলিশের সাথে হাতাহাতি ও বাগবিতণ্ডা করে যুবলীগ নেতা রাজু আহম্মেদ কে ছিনিয়ে নিয়ে যায়।এই বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি আব্দুল হালিম) জানান, যুবলীগ নেতা রাজু আহম্মেদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসার সময় এক যুবদল নেতা তাকে ছিনিয়ে নিয়ে যায় ।যুবদলের এই নেতার বিরুদ্ধে আইনানগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Tags
গাজীপুর