Daily News BD Online

কালিয়াকৈরে জুয়েলারি দোকানের কর্মচারীর আত্মহত্যা




কালিয়াকৈর(গাজীপুর)থেকে মোঃমাইনুল সিকদারঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় জুয়েলারী দোকানের কর্মচারী নগর পালের আত্মহত্যা, রোববার বিকেলে জুয়েলারী তৈরির কারখানায় আত্মহত্যা করেন,  নিহত হলেন  টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বেতডোবা এলাকার শষ্টী পালের ছেলে তিনি উপজেলার কালিয়াকৈর বাজার এলাকায় মা কালি জুয়েলার্স এর নারায়ন সাহার কর্মচারী। তিনি  ওই দোকানেই থাকতেন। ওই ঘটনায় নিহতের লাশ সদ্য কারের স্থান থেকে  উদ্ধার করে সোমবার ময়না তদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে কালিহাতি থানা পুলিশ। 
স্থানীয়রা  ও পুলিশ সূত্র জানায়, নিহত নগর পাল দশ বছর  ধরে নারায়ন সাহার মা কালি  জুয়েলারী দোকানে  স্বর্ণের  কারীগর হিসেবে কাজ করে আসছেন। রোববার সকালে ওই জুয়েলারী দোকানে মালিকের সাথে নগর পালের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির তর্কের এক পর্যায়ে কর্মচারীর গায়ে হাত তুলেন জুয়েলারী মালিক নারায়ন সাহা। পরে বিকেলে উপজেলার সাহেব বাজার এলাকায় নারায়ন সাহার যে জুয়েলারী তৈরির কারখানা রয়েছে সেখান থেকে দোকানে নারায়ন সাহার কাছে ফোন  আসে নগর পাল কারখানার ঘরের আড়ার সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা  করেছে । 
রিদয় পাল জানান, আমার বাবাকে মার্ডার করা হয়েছে, এটার তদন্ত করে  সুষ্ঠু  বিচার চাই। 
রৌদ্র পাল জানান,  আমার বাবার মৃত্যু অনেক রহস্য জনক এর সুষ্ঠু  তদন্ত করে প্রতাবশালী নারায়ণ সাহার  বিচার চাই। 
কালিয়াকৈর স্বর্ণ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক রতন কুমার কর্মকার জানান, নারায়ণ সাহা আমাদের স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি, ওনি যদি দোষ করে থাকে তাহলে আমরা সাংগঠনিক ভাবে তার শাস্তি দাবি করছি। 
কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) যোবায়ের জানান, নগর পালের আত্মহত্যার ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। 
কালিহাতি  থানার উপ পরিদর্শক জানান,  মনসুর রহমান জানান, খবর পেয়ে শশান থেকে  নিহতের  থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন