নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে বৃহত্তম জয়দেবপুর বাজার কমিটি গঠন করা হয়েছে।৫ আগস্ট স্বৈরশাসকের পতনের পর দখলদারদের হাত থেকে সাধারণ ব্যবসায়ীদের পরিত্রাণের লক্ষ্যে ৭ই ডিসেম্বর রবিবার দুপুরে বাজারের অফিস কক্ষে সর্বস্তরের ব্যবসায়ীদের উপস্থিতিতে একটি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৪ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।উক্ত সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মফিজ সুপার মার্কেটের সত্বাধিকারী রায়হান আল মাহমুদ (রানা) কে সভাপতি এবং জেলা বিএনপি’র সদস্য ও বাবুল স্টোরের সত্বাধিকারী মো: বাবুল হোসেন খানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।কমিটির অপর সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান শহীদ স্মৃতি স্কুল মার্কেটের সভাপতি আবুল হোসেন ভূইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি’র অর্থ সম্পাদক ও মতিউর ট্রেডার্সের সত্বাধিকারী মো: মতিউর রহমান।নবনির্বাচিত সভাপতি রায়হান আল মাহমুদ রানা সাংবাদিকদের বলেন, গাজীপুরের সর্ববৃহৎ গাজীপুর মহানগরীর প্রাণকেন্দ্র প্রাচীনতম জয়দেবপুর বাজারের শৃঙ্খলা ফিরিয়ে এনে সর্বসম্মতিক্রমে শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।উল্লেখ্য, ১৯৯০ সালের নির্বাচনের মাধ্যমে হাসেম ভিলার সভাপতি আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সাধারণ ব্যবসায়ীরা এই কমিটির নেতৃত্বে কার্যক্রম চালিয়ে আসলেও এক পর্যায়ে উভয় ব্যক্তি মারা যাওয়ার পর বিগত আওয়ামী সরকার আমলের কতিপয় স্থানীয় নেতারা এ বাজারটির নিয়ন্ত্রণ নিলে সাধারণ ব্যবসায়ীরা অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে।
Tags
গাজীপুর