নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের বানিয়ারচালা মেম্বারবাড়িতে গ্রীন লাইফ ক্রীড়া সংঘের জার্সি উন্মোচন করা হয়েছে। ১২ই ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৯ঃ০০ ঘটিকায় বানিয়ারচালা মেম্বার বাড়ি এলাকায় নাবিল ইলেকট্রনিক্স শোরুমে বানিয়ারচালা ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-২ উপলক্ষে এ জার্সি উন্মোচিত হয়। আগামী ১৬ই ডিসেম্বর বানিয়ারচালা ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করবেন গ্রীন লাইফ ক্রীড়া সংঘ v/s গাজীপুর টাইগার্স।
গ্রীন লাইফ ক্রীড়া সংঘ টিমের স্বত্বাধিকারী
নাজমুল আহমেদ রনি সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর সদর উপজেলা জাসাসের আহবায়ক মোঃ মুকুল মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাইল্ড কেয়ার স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক ফজর আলী মাস্টার।
প্রধান অতিথির বক্তব্যে মুকুল মিয়া বলেন, মাদকের ভয়াল থাবা থেকে নতুন প্রজন্ম ও যুবসমাজ কে বাঁচাতে হলে এরকম ফুটবল প্রিমিয়ার লীগ খেলা আয়োজনের বিকল্প নেই।
আমরা চাই আগামীতেও যেন এই ধরনের খেলার আয়োজন বেশি বেশি করা হয়। তাহলেই আমরা আমাদের নতুন প্রজন্ম ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পারবো।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গ্রীন লাইফ ক্রীড়া সংঘের কোচ ও সহকারী শিক্ষক মাসুম রানা, গাজীপুর সদর উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান,যুগ্ম আহবায়ক মামুন মিয়া,গাজীপুর সদর উপজেলা কৃষক দলের সভাপতি পদপ্রার্থী মোঃ আমিনুল ইসলাম , গাজীপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধের প্রজন্ম দলের যুগ্ন আহবায়ক ও সাংবাদিক শেখ রমজান হাসান নূর, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম, যুবনেতা আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
Tags
গাজীপুর