মোঃ হাবিব মিয়া, কিশোরগঞ্জ :
"নারী কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রি.) এবং ৯ ডিসেম্বর “বেগম রোকেয়া দিবস “২০২৪” উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) ২০২৪ সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজনে আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিকলী উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউ ডি এফ দূর্গা রানী সাহা, এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা সমাজসেব অফিসার আসিফ ইমতিয়াজ মনির,
উপজেলা একাডেমি সুপারভাইজার আরাধন কুমার দেব, নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাফিউদ্দিন, উপজেলা সমবায় অফিসার সালেহা খাতুন,
নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক খাইরুল আলম,
নিকলী থানার এস আই ইমরান হোসেন,
উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের মোঃ সাইফুর রহমান ও সুজন মিয়া, এজিএম আশিকুর রহমান আশিক, সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থি,সাংবাদিকবৃন্দ প্রমুখ।
এ সময় ৫ সফল নারীকে জয়িতা সংবর্ধনা
দেওয়া হয় তারা হলেন,শিক্ষা ও চাকুরিতে
সুমনা সূত্রধর,অর্থনীতিতে সাদিয়া আরফিন,
সফল জননী বেগম রাবেয়া আক্তার,সমাজ উন্নয়নে সাহানা, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে ঘুরে দাঁড়ানো নারী ক্যাটাগরিতে মোছাঃ স্বর্ণা আক্তার।