কেঁদেছি মোরা কেঁদেছে দেশ
কেঁদেছে আকাশ বাতাস,
বিজয়ের নেশা ছুটেছি মোরা
ফুলেরা ছড়িয়েছে সুভাষ।
শাবাশ বাঙালী বীরের জাতি
ইতিহাসে লিখেছ নাম,
রক্ত দিয়ে কেনা বাংলাদেশ
পেয়েছো শহীদের দাম।
রাজপথে হারিয়েছি যাদের
তাদের জানাই সালাম,
হিন্দু,মুসলিম,খ্রিস্টান মিলে
এই স্বাধীন রাষ্ট্র পেলাম।
মিলেমিশে এক থাকবো সবাই
করবো না যে হানাহানি,
ত্রিশ লক্ষ শহীদের অবদানে
কেটে গেছে সব গ্লাণি।
গোলাপ মাহমুদ সৌরভ
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।
Tags
অন্যান্য