Daily News BD Online

বিজয় এলো



বিজয় এলো বিজয় এলো 
দেশটি হলো স্বাধীন,
রক্ত মাখা দেশটি আমার 
নাই'যে কারো অধীন। 

আমার দেশের সবই হলো
সোনার মতো খাঁটি,
লাল সবুজের পতাকা উড়ে 
রক্তের ভেজা মাটি।

স্বাধীন দেশের মানুষ মোরা
স্বাধীন মোদের ভাষা, 
জীবন দিয়ে দেশ পেয়েছি
এইতো ছিলো আশা।

স্বরণ করি তাদের মোরা
বিজয় এনেছে যারা,
অশ্রু সিক্ত নয়ন জলে 
কাঁদে স্বজনহারা।

- গোলাপ মাহমুদ সৌরভ 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন