বিশেষ প্রতিনিধি : “সঠিক পুষ্টিতে সুস্থ জীবন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জে নিকলী উপজেলা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের পুষ্টি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা কম্পোনেন্টের আওতায় কিশোরগঞ্জ জেলার, নিকলী উপজেলার, কারপাশা ইউনিয়নে একতা এবং সাগর সামাজিক উন্নয়ন কেন্দ্রের (কিশোরী) মাধ্যমে পুষ্টি মেলা ও ক্রীড়া প্রতযোগিতা এবং পুরষ্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে শিশুর সোনালী ১০০০ দিন, শাকসবজি ও ফলমুল প্রদর্শন এবং তার পুষ্টিগুন নিয়ে আলোচনা করা হয়। মেলায় স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা, কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতা এবং কিশোরীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং প্রকল্পের কারিগরি কর্মকর্তা জনাব মোঃ মেহেদী হাসান এবং সুজন আহমেদ।
Tags
কিশোরগঞ্জ