নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
স্ত্রীর বিরুদ্ধে স্বামীর মিথ্যা অভিযোগে বিপাকে বাবা মা সহ তিন ছোট ভাই।
নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের বাঘমারা গ্রামের বাসিন্দা অরুণ বিশ্বাস (৪৫)ও সুমিত্রা রাণী বিশ্বাস(৩৮) মেয়ে পপি রানী বিশ্বাস ও তার ছোট (৩)তিন ভাই সহ সাত (৭) জনের বিরুদ্ধে বিজ্ঞ আমলী আদালত বারহাট্টা নেত্রকোনায় মামলা রুজু করেন জনার্ধন সুত্র ধর।মিথ্যা অভিযোগ ও স্থানীয় প্রভাবশালীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে পপি রানী বিশ্বাস। পপি রাণী বিশ্বাস জানান, বিগত ২০১৬ সালে ভালোবেসে দু পরিবারের সম্মতি নিয়ে সনাতন ধর্ম অনুযায়ী তাদের বিবাহ কার্য সম্পাদন করেন।বিয়ের তিন দিন পর স্বামী জনার্ধন সুত্রধর বিদেশ পারি জমান।বিদেশ থাকাকালীন স্ত্রী র ভরণপোষণের জন্য প্রতি মাসেই পপি রানী র বিকাশ একাউন্টে টাকা পাঠাতেন। রাগ অভিমান প্রেম বিরহের অবসান ঘটিয়ে দীর্ঘ (৯) বছর পরে জনার্ধন দেশে ফিরেন। সবকিছু ঠিকঠাক থাকলে ও বিবাহ বিচ্ছেদ ঘটে।গ্রাম্য সালিশে( ১০০)একশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষীগনের উপস্থিতিতে বিবাহ বিচ্ছেদ ঘটে এবং জনার্ধন কে তার প্রাপ্য টাকা পরিশোধ করা হয়। কিন্তু জনার্ধন এলাকার কিছু প্রভাবশালীদের সহযোগীতায় সবকিছু উপেক্ষা করে বিজ্ঞ আমলী আদালত নেত্রকোনা বারহাট্টায় মিথ্যা মামলা রুজু করে। মামলা ও প্রভাবশালীদের হুমকির ভয়ে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। এলাকার সনাতন ধর্মাবলম্বী সচেতন মহলের লোকজন তীব্র নিন্দা জানিয়েছে। এ ব্যাপারে বারহাট্টা থানা অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান মামলা তদন্তের কাজ শেষ হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।