Daily News BD Online

ফুলবাড়ী সরকারি কলেজের টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলা বিভাগ



ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের আন্ত.বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে ইংরেজি বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে বাংলা বিভাগ।

মঙ্গলবার  (০৩ ডিসেম্বর ) ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে আন্ত.বিভাগ ক্রিকেট টুর্নামেন্টে বাংলা বিভাগের মুখোমুখি হয় ইংরেজি বিভাগ। টসে জিতে ৭ ওভারে ৫৭ রানের টার্গেট দেয় ইংরেজি বিভাগ। ১ ওভার হাতে রেখেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলা বিভাগ।

খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামীম আকতার, বাংলা বিভাগের প্রভাষক মো. হাইমিনুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক মো. মতিউর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক মো. সোহেল রানা প্রমুখ।

ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচটি পরিচালনা করেন, কলেজের শরীরচর্চা শিক্ষক কৃষ্ণ চন্দ্র শর্মা ও  শিক্ষার্থী মো. সাজু ইসলাম।

বুধবার (০৪ ডিসেম্বর ) সেমিফাইনালে বাংলা বিভাগের মুখোমুখি হবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। এই ক্রিকেট টুর্নামেন্টটিতে  বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ, দর্শন বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, গণিত বিভাগ, উচ্চ মাধ্যমিক শাখা, ডিগ্রী পাস কোর্স শাখাসহ মোট ৮টি দল অংশগ্রহন করেন।#

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন