Daily News BD Online

সোনারগাঁয়ে সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-২

 




মোঃ নুর নবী জনিঃ-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কদের মাইক্রোবাস আটকে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ।  তবে আসামিরা অপরাধ শিকার করেনি বলে জানিয়েছে পুলিশ।


গত সোমবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী।


গ্রেফতারকৃতরা হলেনঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে পিরোজপুর  এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন (৫০) ও ঘটনাস্থলের পাশের গ্রামের মোবারক হোসেন(৩০)।


এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, সমন্বয়কদের গাড়ি আটকে ছিনতাইয়ের ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা রয়েছে এবং চিহ্নিত ছিনতাইকারী ।তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে আদালতে প্রেরণ করা হয়েছে সেই সাথে অন্যান্য আসামিদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারের অভিযান চলমান রয়েছে। 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন