Daily News BD Online

সোনারগাঁয়ে গরু-ছাগলসহ আটক-২

 



মোঃ নুর নবী জনি,সোনারগাঁ নারায়ণগঞ্জঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে গরু, ছাগলসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের সঙ্গে থাকা একটি গরু ও চারটি ছাগলসহ চোরাই মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ করা হয়।


বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী।


এর আগে বৃহস্পতিবার ভোর উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। 


গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকার মৃত আলী আজগরের ছেলে মো. মামুন (৪০) এবং একই জেলা ও থানার মৃত সিরাজ হোসেনের ছেলে কামাল হোসেন (২৮)।


পুলিশ জানায়, উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় গরু চোর সন্দেহে দুজনকে আটকে মারধর করেন স্থানীয় জনতা পরে খবর পেয়ে পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা গরু ও ছাগলসহ তাদের হস্তান্তর করেন।


এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন