মোঃ নাজমুল ইসলাম (নেত্রকোনা) :
নেত্রকোনা'র আটাপাড়া উপজেলায় তেলিগাতী ডিগ্রী কলেজের শিক্ষক - শিক্ষার্থীদের দিনব্যাপী নানান কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। ১৯৭১ সালের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অধ্যাপক শহিদুল ইসলাম খান রচিত ও নির্দেশিত সামাজিক নাটক " তুষের আগুন" মঞ্চস্থ হয়েছে।
১৬ ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেলিগাতী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আজিজুল হক চন্দন । মজনু তালুকদার, ও কলেজ শিক্ষক সদানন্দ বণিকের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে ।
আলোচনা সভায় বক্তাগন বলেন আমাদের সবাইকে মুক্তিযোদ্ধের চেতনায় দেশ জনগণের স্বার্থে কাজ করতে হবে । পড়ালেখার পাশাপাশি দেশীয় সুস্থধারার সাহিত্য সংস্কৃতি চর্চা করতে শিক্ষার্থীদের জোড় তাগিদ দেন তারা । এ সময় কলেজের শিক্ষক শিক্ষিকা , অভিভাবক,শিক্ষার্থী ,এলকার গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় সামাজিক নাটক "তুষের আগুন" অনুষ্ঠান উপভোগ করার জন্য উপস্থিত সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তেলিগাতী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আজিজুল হক চন্দন ও নাট্যকার পরিচালক অধ্যাপক শফিকুল ইসলাম খান ।