Daily News BD Online

ভারতের সাথে হাসিনার সব চুক্তি বাতিল করতে হবে : সেলিম ভূইয়া




এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
পার্শ্ববর্তী একটি দেশ প্রতিনিয়তই আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা প্রতিটি ষড়যন্ত্র নস্যাৎ করে দিব। কারণ প্রাকৃতিক দুর্যোগসহ সকল বিপদাপদ-সমস্যায় বিএনপি জনগণের পাশে দাঁড়ায়। আমরা পরিষ্কার করে বলতে চাই, ভারতের সাথে হাসিনা সরকারের বিগত ১৫ বছরে সম্পাদিত সমস্ত চুক্তি বাতিল করতে হবে। আমরা বাংলাদেশীরা তাদের প্রভুসুলভ আচরণ কখনোই মেনে নিতে পারি না। শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভুইয়া এসব কথা বলেন।


সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. জহিরুল ইসলাম চৌধুরী লিটনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সেলিম বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা প্রস্তাবনা দিয়েছেন। শিক্ষা,স্বাস্থ্য, কৃষি, প্রশাসনসহ সবকিছুই এই ৩১ দফায় আছে। অথচ অন্তবর্তীকালীন সরকার সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করে দেশকে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছেন, তা সমীচিন নয়। তিনি আরো বলেন, ভারতীয়রা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভয় পেতো। কারণ জিয়াউর রহমান কখনো ভারতের আধিপত্য মেনে নেয়নি। মেনে নিতে পারেনি বলেই তারা আমাদের নেতাকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছে। তাই আজকে এই ব্রাহ্মণবাড়িয়ার সম্মেলন থেকে আমরা বলতে চাই, এই দেশে কোন ধরণের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না। এই দেশ জিয়াউর রহমানের দেশ, বেগম খালেদা জিয়ার দেশ; তারেক রহমানের দেশ। এই দেশের জনগণ কিভাবে ভালো থাকবে তার কাজ বিএনপি আগেও করেছে, ভবিষ্যতেও করবে।


সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আগামী দিনের যেই নির্বাচন হবে,সেই নির্বাচন হবে আমাদের ফাইনাল পরীক্ষা। এর আগে আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। নিজেদেরকে সংযমী রাখতে হবে। আপনারা যেই কষ্ট করেছেন, যদি আমরা ফাইনাল পরীক্ষার রেজাল্ট না আনতে পারি- তাহলে সব কষ্টই বৃথা যাবে।


জেলা শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ ময়দানে আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ। এদিকে সম্মেলনকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সকাল ১০টা থেকেই রঙ-বেরঙের ব্যানার ফেস্টুনসহ মিছিল নিয়ে জড়ো সম্মেলনস্থলে জড়ো হতে থাকে। এক পর্যায়ে সম্মেলনস্থল পরিণত হয় জনসমুদ্রে। (ছবি : মেইলে সংযুক্ত)

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন