নুরে আলম হাওলাদার :
শরীয়তপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড.জামাল শরীফ হিরোর রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৬ টায় জেলার নড়িয়া উপজেলার ঢালীপাড়া জামে মসজিদ ও স্কুল মাঠে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
এতে নড়িয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি শাজাহান বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরন।এ ছাড়াও উপস্থিত ছিলেন,নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন, জেলার নড়িয়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর,যুব দলের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান খোকন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক অহেদুজ্জামান উজ্জ্বল, সদস্য সচিব বিএম আজিজুল হাকিম, ছাত্রদলের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রাতুল, দপ্তর সম্পাদক কাওসার মাহমুদ,ডিঙ্গামানিক ইউনিয়নের ছাত্র দলের সাধারণ সম্পাদক সাদ্দাম ছৈয়াল সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি সফিকুর রহমান কিরন শোক সভায় বক্তব্যে বলেন,হিরো ভাই আমাদের মাঝে নেই, বিজয়ের মাসে শোক নিয়ে কথা বলতে হচ্ছে। কখনো লোভ করেননি হিরো ভাই,জাতীয় পার্টির হুসাইন মোঃ এরশাদ হিরো ভাইকে যুব মন্ত্রীর পদ দিতে চেয়েছিলেন, প্লট দিতে চেয়েছিলেন,এবং বলেছিলেন তুমি জাতীয় ছাত্র সমাজে জয়েন করো কিন্তু হিরো ভাই এগুলোতে কোন লোভ করেননি।হিরো ভাই কখনো দল থেকে কিছু নেননি বরং দিয়ে গেছেন। এমনকি আওয়ামী লীগ থেকেও হিরো ভাইয়ের বড় প্রস্তাব এসেছিলো কিন্তু হিরো ভাই তা প্রত্যাখান করেছেন।দল কে এতো ভালবাসতেন তিনি তার স্মৃতিচারন করলে রাত ভোর হয়ে যাবে। আমি দোয়া করি মহান আল্লাহ পাক যেনো তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
এসময় এ্যাড জামাল শরীফ হিরোর শোক সভায় বক্তব্যে বিভিন্ন নেতারা স্মৃতি চারন করেন