Daily News BD Online

শেরপুরে প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ ভাতিজির



শেরপুর প্রতিনিধি ঃ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণ করার চেষ্টার আভিযোগ এনে ৪জনকে সাক্ষী করে থানায় অভিযোগ দিয়েছে ভাতিজি । অভিযোগে প্রকাশ  উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাও গ্রামের মৃত মুন্নাফ আলীর ছেলে দুলাল মিয়া(৪০) খালি বসতবাড়ি পেয়ে জোর পূর্বক ঘরে প্রবেশ করে প্রতিবেশী ভাতিজিকে জবরদস্তি কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে । গত ২/১২/২০২৪ সোমবার সকাল সাড়ে দশটায় ঘটনার বিবরণ দিয়ে নওকুচি ইসমাইলের মেয়ে, সিয়ামের স্ত্রী মরিয়ম জান্নাত দুলালের বিরুদ্ধে গতকাল শনিবার রাতে ঝিনাইগাতী থানায় এ অভিযোগ দায়ের করেন । জানা গেছে মরিয়মের বিয়ের আগে থেকে প্রতিবেশী দুলাল চাচা তাকে একা পেয়ে প্রায়ই কু প্রস্তাব দিত । বিয়ের পর সুযোগ সন্ধান খুজে উৎ পেতে থাকা গত সোমবার বাড়ি ফাঁকা পেয়ে সকালে বাড়িতে প্রবেশ করে ঘরে ঢুকে তাকে জবরদস্তি করে লজ্জা স্থানে স্পর্শ করতে থাকলে তার ডাক চিৎকারে প্রতিবেশী এসে উদ্ধার করে মেয়েকে কাঁদতে এবং দুলালকে ঘর থেকে বাহির হয়ে মটরসাইকেল যোগে সটকে পড়তে দেখে অনেকেই । এ ব্যাপারে মেয়ের আত্বীয় স্বজনরা জানায় আমারা দুলালের দৃষ্টান্তমূলক শাস্তি চাই । এহেন কর্মকান্ডে তাদের পরিবারে অশান্তির ঝড় উঠেছে । অভিযুক্ত দুলাল মিয়া জানায় দীর্ঘদিন থেকে রাজনৈতিক ভাবে তাকে হয়রানি করার জন্যে চক্রান্তের ফাঁদ পেতেছে যা মিথ্যা বানোয়াট । অভিযোগকারী মরিয়ম জানায় দুলাল চাচা আমার সাথে যে কর্মকান্ড করেছে তা থানায় লিখিত ভাবে দিয়েছি এর সুষ্ঠু বিচার না হলে আমার সর্বনাস হয়ে যাবে । আজ রোববার পুলিশ ঘটনাস্থলে তদন্ত করেছেন । পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে । দুলাল মিয়া এক প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা বনে যাওয়ার ফলে পাহাড়ে আদিপত্ত বিস্তার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । একটি মহল ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যে উঠেপড়ে লেগেছে বলে এলাকাবাসী জানায় ।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন