কিশোরগঞ্জ প্রতিনিধিঃ আর্ত মানবতার সেবায় “রোদার পুড্ডা সমাজ কল্যাণ যুব সংঘ" এর উদ্যোগে শীত বস্ত্র চাদর বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শতাধিক শীত বস্ত্র এবং দুপুরে খাবার বিতরণ করা হয়েছে। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং পরিচালনা করেন মোঃ নজরুল ইসলাম।
মোঃ শহীদুল্লাহ মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ জাকির হোসেন।
অন্যান্যদের মাঝে আরও মোঃ সুরুজ আলী, আঃ করিম, মোঃ নিজাম, শাফি উদ্দিন সাফি, মুফতি আব্দুল মুক্তাদীর, শহর আলী মেম্বার এবং জাকির প্রমুখ উপস্থিত ছিলেন।
মানবিক কার্যক্রমের উদ্যোগতাবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শীত আমাদের অনেকের কাছে উপভোগের মনে হলেও অসহায় দরিদ্র অসংখ্য মানুষের কাছে শীতের কষ্ট হয়ে উঠে অসহ্য – অসহনীয় অথচ দরিদ্র পরিবারের সুবিধাবঞ্চিত মানুষের শীত নিবারনে আপনার আমার একটি মানবিক ইচ্ছা আর প্রচেষ্টাই যথেষ্ঠ। অসহায়দের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। আমরা চাই আমাদের রোদার পুড্ডা সমাজ কল্যাণ যুব সংঘটন কে কাজে লাগিয়ে সমাজসেবামূলক কার্যক্রম করতে। ইনশাল্লাহ ভবিষৎতে আরও প্রসার হবে আমাদের এই মানবিক কার্যক্রম।