মোঃ হাবিব মিয়া, নিকলী কিশোরগঞ্জ। "অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যত বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, উপবৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ২০২৪ সকাল ১০টায় নিকলী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রাঙ্গণে নিকলী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় আয়োজনে আলোচনা সভা ও উপবৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়। নিকলী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক বিউটি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিকলী উপজেলা রাষ্ট্র সংস্কার সদস্য সচিব মাসুকুর রহমান জুটন। কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা বিএনপি'র আহ্বায়ক এডভোকেট বদরুল মোমেন মিঠু, উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির,নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাফিউদ্দিন, নিকলী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ আলী, নিকলী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সম্পাদক ও প্রযোজক আসিম উদ্দিন, সাংবাদিক আব্দুর রহমান রিপন, সাংবাদিক মোঃ হাবিব মিয়া,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়ন কার্যালয়ের ফরহাদ হোসেন,দিদারুল আলম, শেখ মোবারক হোসাইন সাদী,এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল মাসুদ নকীব,শিরিন আক্তার, রিমা আক্তার, জাহানারা অনিমা, ফরিদা আক্তার, মনিরা আক্তার, আবু বক্কর, কনিকা, বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ও অভিভাবকবৃন্দ প্রমুখ। এ সময়ে বক্তারা বলেন,প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের এক অবিচ্ছেদ্য অংশ তাদের প্রতিভা ও সম্ভাবনা সীমাহীন। প্রয়োজন শুধু তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা যেখানে তারা তাদের মেধা মনন ও সৃজনশীলতাকে তুলে ধরতে পারে। নিকলী বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় সেই দৃষ্টান্ত স্থাপন করেছে। এই বিদ্যালয় শুধু শিক্ষাদানের জন্য নয় বরং মানবিক সমাজ গঠনের জন্য এক আলো জ্বালিয়েছে। আমরা যেন মনে রাখি প্রতিবন্ধকতা জীবনের একটি অংশ হতে পারে। কিন্তু তা কখনোই জীবনের সম্পূর্ণ অর্থ নির্ধারণ করে না একেকটি শিশু একেকটি গল্প একেকটি স্বপ্ন। এই স্বপ্নগুলো পূরণ করার দায়িত্ব আমাদের সবার। আমাদের সমাজে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টা ও মানবিকতার শক্তি দিয়ে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সুন্দর এবং সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে পারব। আমরা সবাই মিলে একটি প্রতিজ্ঞা করি—আমাদের মন ও মানসিকতার দরজা খোলা রাখব, যেন কেউ পিছিয়ে না থাকে। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি—যেখানে একে অপরের পাশে থাকার অঙ্গীকারই আমাদের সবচেয়ে বড় শক্তি। পরে নিকলী বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের মাঝে উপবৃত্তি বিতরণ করা হয়।
Tags
কিশোরগঞ্জ