শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে একদিন ছুটি নিয়ে বিজয় দিবস উপলক্ষ্যে অনেকেই পরিবারের সঙ্গে দর্শনীয় স্থানগুলোতে বেড়াতে গেছেন। তবে এবারের বিজয় দিবসের ছুটিতে পর্যটন নগরী কুয়াকাটার চিত্রটা একটু ভিন্ন। দেশের অন্য পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকদের চাপ লক্ষ্য করা গেলেও কুয়াকাটায় নেই আশানুরূপ পর্যটক। এতে হতাশ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
সোমবার (১৬ ডিসেম্বর) কুয়াকাটার অধিকাংশ দর্শনীয় স্থান ঘুরে দেখা যায়, পর্যটকদের তেমন একটা চাপ নেই। সাপ্তাহিক ছুটির দিনগুলোর মতই স্বাভাবিক পর্যটক রয়েছে কুয়াকাটায়। ট্যুর অপারেটর ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় পর্যটকদের চাপ কিছুটা কম।
প্রতি বছর শীতের আগমনে পর্যটন মৌসুমের শুরু থেকে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে কুয়াকাটা সমুদ্র সৈকত। ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে থাকে উপচেপড়া ভিড়। বিজয় দিবস, বড়দিন, খ্রিষ্টীয় নববর্ষের আনন্দ উপভোগ করতে দেশি-বিদেশি পর্যটকরা ছুটে আসেন কুয়াকাটায়। কিন্তু এ বছরের চিত্র পুরোটাই ভিন্ন। কিছুটা হতাশ হোটেল-মোটেল ও রিসোর্ট ব্যবসায়ীরা।