Daily News BD Online

পীরগঞ্জে সরকারিভাবে চলতি আমন মৌসুমে ধান -চাউল ক্রয়ের উদ্বোধন



 রংপুর জেলা প্রতিনিধি 

রংপুরের পীরগঞ্জে চলতি আমন মৌসুমে ধান ও চাউল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে । গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ত্বকি ফয়সাল তালুকদার এই ক্রয়ের উদ্বোধন করেন । উপজেলা খাদ্য বিভাগ জানায় , চলতি মৌসুমে ধান প্রতি কেজি ৩৩ টাকা , সিদ্ধ চাউল ৪৭ টাকা , আতপ চাউল ৪৬ টাকা ক্রয়ের  নির্ধারণ করা হয়েছে | চলতি মৌসুমে  ১৬৫৫ মেট্রিক টন ধান এবং ৪১৪৩ মেট্রিক টন চাউল  এবং আতপ চাউল ৪৫৬ মেট্রিক টন ক্রয় করবে | আতপ চাউল ক্রয়ের শেষ দিন ১৫ মার্চ এবং সিদ্ধ চাউল ক্রয়ের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি ০২৫ । এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অমূল্য কুমার সরকার , পীরগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন  সরকার , ভেন্ডাবাড়ি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমা আক্তার পপি , উপখাদ্য পরিচালক হারুন অর রশিদ , চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক মিনহাজুল কাউছার চৌধুরী , বিশিষ্ট ব্যবসায়ী সাদেকুল ইসলাম  বিএসসি , মিজানুর রহমান রাজু , আলহাজ্ব আকমল হোসেন , তাইফুর রহমান লকেট প্রমূখ ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন