পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:-
বেশকয়েকদিন ধরে রংপুরের বিভিন্ন অঞ্চলে বেড়েই চলেছে ঘন কুয়াশা ও শীতের প্রকোপ এবং দেখা মিলছে না সূর্যের! বুধবার (১১ ডিসেম্বর) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, আকাশে ঘন মেঘ থাকায় আগামী ২৪ ঘন্টা সূর্যের দেখা না মেলার সম্ভাবনা রয়েছে।
শীতের তীব্রতায় বিপাকে পড়েছে প্রান্তিক চাষি, শ্রমিক ও স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষজন। তীব্র ঠান্ডায় অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টাও করছে। এদিকে দিনের বেলা তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে থাকে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশী অনুভুত হয়। শীতে কাহিল হয়ে পড়েছে গরীব অসহায় ও দরিদ্র মানুষজন। পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়নের অটোভ্যান চালক বুদু মিয়া বলেন এই ঠান্ডায় হাত পা বরফ হয়ে যাচ্ছে। দিনে একটু চলাফেরা করলেও সন্ধ্যার পর রাস্তায় থাকা সম্ভব হয় না ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। মদনখালী ইউনিয়নের শ্যামপুরের কৃষক মিজানুর বলেন যে আলু, ফুলকপি ও অন্যান্য সবজির চাষ করেছি কিন্তু এত কুয়াশায় ফসলগুলো বৃদ্ধিতে ব্যাঘাত ঘটছে। রোগ-বালাই বাড়ার আশঙ্কাও রয়েছে।
পীরগঞ্জ উপজেলার কৃষিবীদ সাদেকুজ্জামান সরকার বলেন এমন আবহাওয়ায় সকল চাষিদের ফসলকে সুন্দরভাবে পরিচর্যা করার জন্য নানা পরামর্শ দেয়া হচ্ছে।
Tags
রংপুর